বুধবার, ২২ জুন, ২০১৬

পৃথিবীটা আধুনিক হতে হতে চুরিদার জিন্স প্যান্টের সাথে মেয়েদের হাতে সমাজটা আজ বন্দি আহা হা হা আ হা আহা হা হা হা ... ঘরে বসে বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ হয় CELL ফোনেতে SMS , FACEBOOK এ কাটে সারা রাত্রি আহা হা হা আ হা আহা হা হা হা ... ভেবে দেখছ কি ? মেয়েরাও আজ আধুনিক হয়ে দূরে আরো দূরে... সমাজ থেকে যায় ক্রমে সরে সরে সারি সারি ফ্রেন্ড আসে আর যায় TWITTER, YAHOO, FACEBOOK-এ হায় আপলোড , লাইক কমেন্টসে সব বন্দী আহা হা হা আ হা আহা হা হা হা ... ভালবাসা নামে একসাথে থাকা ভালবাসা নয় LOVE SEX ধোঁকা প্রেম নয় ফ্রেন্ডশিপে খোঁজে নয়া ফন্দি আহা হা হা আ হা আহা হা হা হা ... ভেবে দেখছ কি ? মেয়েরাও আজ আধুনিক হয়ে দূরে আরো দূরে... সমাজ থেকে যায় ক্রমে সরে সরে কোচিং এর নামে প্রেমিকের সাথে রিকশায় ঘোরে চুমু খেতে খেতে ফাঁকিবাজদের এ কি নয়া সব ফন্দি আহা হা হা আ হা আহা হা হা হা ... স্টার , সনি , জি বাংলাতে রাজধানী সাথে মফঃস্বলেতে টিভি সিরিয়ালে শেখে কত চৌরঙ্গি আহা হা হা আ হা আহা হা হা হা ... ভেবে দেখছ কি ? মেয়েরাও আজ আধুনিক হয়ে দূরে আরো দূরে... সমাজ থেকে যায় ক্রমে সরে সরে ভালবাসি বলে একশো ছেলেকে ঘুরায় সে তার হাতের মুঠোতে সে কি প্রেমিকা , নাকি কোন অভিনেত্রী ? আহা হা হা আ হা আহা হা হা হা ... সময় এসেছে তোমার আমার এখন থেকেই ভেবে দেখবার চল আজ হাঁটি হয়ে পথে সহযাত্রী আহা হা হা আ হা আহা হা হা হা ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন