বুধবার, ২২ জুন, ২০১৬

মূলঃ রবীন্দ্রনাথ ঠাকুর এখনো তারে চোখে দেখি নি, শুধু বাঁশি শুনেছি-- মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি॥ শুনেছি মুরতি কালো তারে না দেখাই ভালো। সখী, বলো আমি জল আনিতে যমুনায় যাব কি॥ শুধু স্বপনে এসেছিল সে, নয়নকোণে হেসেছিল সে। সে অবধি, সই, ভয়ে ভয়ে রই-- আঁখি মেলিতে ভেবে সারা হই। কাননপথে যে খুশি সে যায়, কদমতলে যে খুশি সে চায়-- সখী, বলো আমি আঁখি তুলে কারো পানে চাব কি॥ প্যারডিঃ দ্বিজেন্দ্রলাল রায় এখনো তারে চোখে দেখি নি, শুধু কাব্য পড়েছি, অমনি নিজেরই মাথা খেয়ে বসেছি। শুনেছি তার বরণ কালো কিন্তু তার চেহারা ভালো; ওগো বল, আমি তারে নিয়ে দেশ ছেড়ে যাব কি? শুধু বারান্দায় যাচ্ছিল সে, হুঁ হুঁ করে ভৈরবী ভাজছিলো সে; তাই শুনে বাপ-দুই তিন ধাপ ডিঙিয়ে এলাম মেরে এক লাফ উপরতলায় যে খুশি সে যায়, ভূনি খিচুড়ি যে খুশি সে খায়; সখি বল আমি আদা দিয়ে কচুপোড়া খাব কি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন