বুধবার, ২২ জুন, ২০১৬

বিশ্ব চেয়ে দেখছে হায় এ কেমন প্রহসন? ভোট নিয়ে দেশে চলছে কি করছে কি প্রশাসন? ভোট হারানের বেদনায় পুড়ে চলেছি সারাক্ষন কেন তুমি মিছে ধোকায় ভেঙ্গে দিলে আমার এ মন ফিরিয়ে দাও আমার ভোট তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার এ অধিকার এভাবে কেরে নিও না আমরা আম জনতা কারো সাথে-পাছে নাই যোগ্য প্রর্থীটা কে শুধু ভোট দিতে চাই ভোট হারানের বেদনায় পুড়ে চলেছি সারাক্ষন কেন তুমি মিছে ধোকায় ভেঙ্গে দিলে আমার এ মন ফিরিয়ে দাও আমার ভোট তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার এ অধিকার এভাবে কেরে নিও না গণতন্ত্র সকলে এসো করি চর্চা ভালো হই সকলে বাড়বে না খরচা ভোট হারানের বেদনায় পুড়ে চলেছি সারাক্ষন কেন তুমি মিছে ধোকায় ভেঙ্গে দিলে আমার এ মন ফিরিয়ে দাও আমার ভোট তুমি ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার এ অধিকার এভাবে কেরে নিও না
মূলঃ রবীন্দ্রনাথ ঠাকুর এখনো তারে চোখে দেখি নি, শুধু বাঁশি শুনেছি-- মন প্রাণ যাহা ছিল দিয়ে ফেলেছি॥ শুনেছি মুরতি কালো তারে না দেখাই ভালো। সখী, বলো আমি জল আনিতে যমুনায় যাব কি॥ শুধু স্বপনে এসেছিল সে, নয়নকোণে হেসেছিল সে। সে অবধি, সই, ভয়ে ভয়ে রই-- আঁখি মেলিতে ভেবে সারা হই। কাননপথে যে খুশি সে যায়, কদমতলে যে খুশি সে চায়-- সখী, বলো আমি আঁখি তুলে কারো পানে চাব কি॥ প্যারডিঃ দ্বিজেন্দ্রলাল রায় এখনো তারে চোখে দেখি নি, শুধু কাব্য পড়েছি, অমনি নিজেরই মাথা খেয়ে বসেছি। শুনেছি তার বরণ কালো কিন্তু তার চেহারা ভালো; ওগো বল, আমি তারে নিয়ে দেশ ছেড়ে যাব কি? শুধু বারান্দায় যাচ্ছিল সে, হুঁ হুঁ করে ভৈরবী ভাজছিলো সে; তাই শুনে বাপ-দুই তিন ধাপ ডিঙিয়ে এলাম মেরে এক লাফ উপরতলায় যে খুশি সে যায়, ভূনি খিচুড়ি যে খুশি সে খায়; সখি বল আমি আদা দিয়ে কচুপোড়া খাব কি?
মুল কবিতা . . . . স্বাধীনতার সুখ . . . রজনি কান্ত সেন ==================================== গায়ের দরিদ্র ছেলেটা কে ডেকে বলিছে সোনাই ভাঙ্গা ঘরে থাকো তুমি, সুখ আনন্দ ছাড়াই, আমি থাকি টিভি ল্যাপটপ নিয়ে পাঁচ তলার পরে বিদ্যুৎ বিহীন থাকো তুমি, তোমার ভাঙ্গা ঘরে । ছেলেটা বললো হেসে, আমার বাড়িতে নিঃশ্বাস নেই প্রানটি ভরে চালের ফুটোয় জোছনার আলো পরে ঝরে ঝরে। টিভি দেখ বন্দি ঘরে, প্রানটি ভরে খেল ল্যাপটপের সাথে আমার গায়ের সবুজ বরন মায়ের আঁচল ধরে খেলি আর হাটি পথে পথে । সবুজ মাঠে ক্রিকেট খেলি তুমি ঘরে বন্দি কৃত্রিম জগত নিয়ে বাহাদুরী এই দুঃখে কান্দি। তুমি চালাও ব্যাটারীর গাড়ি সময় কাটে, আটকা থাকো ঘরে তৃষ্ণা যে মিটাই আমি সবুজ বরন পথটি ধরে বাংলা মাকে দেখি নয়ন ভরে।
পৃথিবীটা আধুনিক হতে হতে চুরিদার জিন্স প্যান্টের সাথে মেয়েদের হাতে সমাজটা আজ বন্দি আহা হা হা আ হা আহা হা হা হা ... ঘরে বসে বয়ফ্রেন্ডের সাথে যোগাযোগ হয় CELL ফোনেতে SMS , FACEBOOK এ কাটে সারা রাত্রি আহা হা হা আ হা আহা হা হা হা ... ভেবে দেখছ কি ? মেয়েরাও আজ আধুনিক হয়ে দূরে আরো দূরে... সমাজ থেকে যায় ক্রমে সরে সরে সারি সারি ফ্রেন্ড আসে আর যায় TWITTER, YAHOO, FACEBOOK-এ হায় আপলোড , লাইক কমেন্টসে সব বন্দী আহা হা হা আ হা আহা হা হা হা ... ভালবাসা নামে একসাথে থাকা ভালবাসা নয় LOVE SEX ধোঁকা প্রেম নয় ফ্রেন্ডশিপে খোঁজে নয়া ফন্দি আহা হা হা আ হা আহা হা হা হা ... ভেবে দেখছ কি ? মেয়েরাও আজ আধুনিক হয়ে দূরে আরো দূরে... সমাজ থেকে যায় ক্রমে সরে সরে কোচিং এর নামে প্রেমিকের সাথে রিকশায় ঘোরে চুমু খেতে খেতে ফাঁকিবাজদের এ কি নয়া সব ফন্দি আহা হা হা আ হা আহা হা হা হা ... স্টার , সনি , জি বাংলাতে রাজধানী সাথে মফঃস্বলেতে টিভি সিরিয়ালে শেখে কত চৌরঙ্গি আহা হা হা আ হা আহা হা হা হা ... ভেবে দেখছ কি ? মেয়েরাও আজ আধুনিক হয়ে দূরে আরো দূরে... সমাজ থেকে যায় ক্রমে সরে সরে ভালবাসি বলে একশো ছেলেকে ঘুরায় সে তার হাতের মুঠোতে সে কি প্রেমিকা , নাকি কোন অভিনেত্রী ? আহা হা হা আ হা আহা হা হা হা ... সময় এসেছে তোমার আমার এখন থেকেই ভেবে দেখবার চল আজ হাঁটি হয়ে পথে সহযাত্রী আহা হা হা আ হা আহা হা হা হা ...

me

mdmijan