বুধবার, ২২ জুন, ২০১৬

মুল কবিতা . . . . স্বাধীনতার সুখ . . . রজনি কান্ত সেন ==================================== গায়ের দরিদ্র ছেলেটা কে ডেকে বলিছে সোনাই ভাঙ্গা ঘরে থাকো তুমি, সুখ আনন্দ ছাড়াই, আমি থাকি টিভি ল্যাপটপ নিয়ে পাঁচ তলার পরে বিদ্যুৎ বিহীন থাকো তুমি, তোমার ভাঙ্গা ঘরে । ছেলেটা বললো হেসে, আমার বাড়িতে নিঃশ্বাস নেই প্রানটি ভরে চালের ফুটোয় জোছনার আলো পরে ঝরে ঝরে। টিভি দেখ বন্দি ঘরে, প্রানটি ভরে খেল ল্যাপটপের সাথে আমার গায়ের সবুজ বরন মায়ের আঁচল ধরে খেলি আর হাটি পথে পথে । সবুজ মাঠে ক্রিকেট খেলি তুমি ঘরে বন্দি কৃত্রিম জগত নিয়ে বাহাদুরী এই দুঃখে কান্দি। তুমি চালাও ব্যাটারীর গাড়ি সময় কাটে, আটকা থাকো ঘরে তৃষ্ণা যে মিটাই আমি সবুজ বরন পথটি ধরে বাংলা মাকে দেখি নয়ন ভরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন